ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তারেক সোলেমানের মৃত্যুতে নাছিরের শোক প্রকাশ

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
তারেক সোলেমানের মৃত্যুতে নাছিরের শোক প্রকাশ

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ও সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।  

সোমবার (১৮ জানুয়ারি) এক শোকবার্তায় আ জ ম নাছির উদ্দীন বলেন, তারেক সোলেমান সেলিম আওয়ামী লীগের দুঃসময়ে রাজপথের অকুতোভয় সৈনিক।

 

তিনি বলেন, তার এই মৃত্যুতে আমরা হারিয়েছি একজন প্রকৃত মুজিবপ্রেমী। আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা চট্টগ্রামের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তার মৃত্যুতে আওয়ামী পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে।  

আ জ ম নাছির উদ্দীন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিম।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এসকে/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।