চট্টগ্রাম: নগরের বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান চট্টগ্রামে শিক্ষার্থীদের নায্য অধিকারের বিষয়ে সবসময় আপোষহীনভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সাধারণ শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনা নিয়ে আধুনিক চট্টগ্রাম গড়তে ছাত্রসমাজের পাশে থাকার কথা জানান।
এ সময় ছাত্র প্রতিনিধিদের ‘বিআরটিসি স্কুল বাস মনিটরিং টিমের’ প্রশংসা করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম সোহাগ, ইনজামুল ইমু, মিনহাজুল ইসলাম, ইয়াছিন আরাফাত মুন্না, ফয়সাল ওয়াজেদ, আদিল হোসেন, আরিফ উদ্দীন, নাহিদুল ইসলাম, মারুফ হাসান, মুশকিল হায়দার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এমআর/টিসি