চট্টগ্রাম: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় শংকর চন্দ্র বড়ুয়া (৫০) নামে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ মার্চ) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শংকর চন্দ্র বড়ুয়া মিরসরাই উপজেলার হাইদকান্দি এলাকার কুমার চন্দ্র বড়ুয়ার ছেলে। কক্সবাজার জেলার উকিয়া থানার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন তিনি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বাংলানিউজকে জানান, রাস্তা পারাপারের সময় শংকর চন্দ্র বড়ুয়াকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
আলাউদ্দীন বলেন, এ অবস্থায় শংকরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এমআর/টিসি