ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
চট্টগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় শংকর চন্দ্র বড়ুয়া (৫০) নামে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ মার্চ) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

শংকর চন্দ্র বড়ুয়া মিরসরাই উপজেলার হাইদকান্দি এলাকার কুমার চন্দ্র বড়ুয়ার ছেলে। কক্সবাজার জেলার উকিয়া থানার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন তিনি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বাংলানিউজকে জানান, রাস্তা পারাপারের সময় শংকর চন্দ্র বড়ুয়াকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।  

আলাউদ্দীন বলেন, এ অবস্থায় শংকরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।