চট্টগ্রাম: সিপিডিএল পরিবারের সকল সদস্যদের উন্নত চিকিৎসাসেবা প্রদান এবং কর্পোরেট স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (১০ মার্চ) সিপিডিএল এবং ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড এর মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর হয়।
চট্টগ্রামের বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড এর কার্যালয়ে এই চুক্তির আওতায় সিপিডিএল পরিবারের সকল সদস্যরা হাসপাতালটিতে বিশেষ ছাড়ে ও অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ সহ সকল ধরনের চিকিৎসা ও ডায়গনস্টিক সেবা পাবেন।
সিপিডিএল এর চীফ অপারেটিং অফিসার মো. খায়রুজ্জামান জোয়ারদার এবং ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড এর সেক্রেটারি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার এম মনোয়ারুল হক (এফসিএমএ) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডিএল এবং ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড এর ঊর্ধ্বতন সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এসি/টিসি