ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইম্পেরিয়াল হাসপাতালের সঙ্গে সিপিডিএল’র স্বাস্থ্যসেবা চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
ইম্পেরিয়াল হাসপাতালের সঙ্গে সিপিডিএল’র স্বাস্থ্যসেবা চুক্তি স্বাস্থ্যসেবা চুক্তি।

চট্টগ্রাম: সিপিডিএল পরিবারের সকল সদস্যদের উন্নত চিকিৎসাসেবা প্রদান এবং কর্পোরেট স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (১০ মার্চ) সিপিডিএল এবং ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড এর মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর হয়।  

চট্টগ্রামের বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড এর কার্যালয়ে এই চুক্তির আওতায় সিপিডিএল পরিবারের সকল সদস্যরা হাসপাতালটিতে বিশেষ ছাড়ে ও অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ সহ সকল ধরনের চিকিৎসা ও ডায়গনস্টিক সেবা পাবেন।

এছাড়াও উন্নত চিকিৎসা ও অন্যান্য সেবাসমূহের ক্ষেত্রে বিভিন্ন প্রকার প্যাকেজ সুবিধা গ্রহণ করতে পারবেন সিপিডিএল পরিবারের সদস্যরা।  

সিপিডিএল এর চীফ অপারেটিং অফিসার মো. খায়রুজ্জামান জোয়ারদার এবং ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড এর সেক্রেটারি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার এম মনোয়ারুল হক (এফসিএমএ) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডিএল এবং ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড এর ঊর্ধ্বতন সদস্যরা।
 
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।