চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে থানা গেইট এলাকা থেকে আবুল কালাম প্রকাশ আবু (৪০) ও আল মোমিন প্রকাশ জনিকে (২৪) গ্রেফতার করে লোহাগাড়া থানা পুলিশ।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, মে ৩, ২০২১
এমএম/টিসি