ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পানের দোকানে ইয়াবা বিক্রি, অবশেষে পুলিশের হাতে ধরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, মে ৭, ২০২১
পানের দোকানে ইয়াবা বিক্রি, অবশেষে পুলিশের হাতে ধরা মো.সাজু মিয়া

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট দুই নম্বর রেল ক্রসিংয়ের সিগন্যাল বাঁশকল এলাকা থেকে পানের খিলির সঙ্গে ইয়াবা বিক্রি করার অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মে) গভীর রাতে নিজের পানের দোকান থেকে মো.সাজু মিয়া (৪১) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পানের দোকান থেকে সাজুকে গ্রেফতার করা হয়। বিশেষ কায়দায় পানের খিলির ভেতরে তিনি ইয়াবা বিক্রি করতেন।

গ্রেফতার করার সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিভিন্ন থানায় সাজুর বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে শুক্রবার (৭ মে) আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মে ০৭, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।