ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাদক বিক্রেতা গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মে ৮, ২০২১
মাদক বিক্রেতা গ্রেফতার  তাহমিনা বেগম

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট দীঘিরহাট ২ নম্বর রেল গেইট এলাকা থেকে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

তার নাম তাহমিনা বেগম (৩৫)।

শুক্রবার (৭ মে) রাতে স্থানীয় খলিলুর রহমানের ভাড়া ঘর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এসময় তাহমিনার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির ২৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

 

এর আগে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় তার স্বামী ৩ মামলার আসামি সাজু মিয়াকে।  

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে জানান, সাজু মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্ত্রী তাহমিনাকে গ্রেফতার করা হয়। স্বামীর মতো তাহমিনাও পানের দোকান চালায়। এই দোকানের আড়ালে সে ইয়াবা বিক্রি করে।  

ওসি বলেন, সাজু মিয়া ও তাহমিনা পানির দীঘি এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তারা বাইরে থেকে পাইকারি দরে ইয়াবা কিনে এনে দেওয়ানহাট পানির দীঘি এলাকায় খুচরা বিক্রি করে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ০৮, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।