ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভূজপুরে গাছে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জুন ২৭, ২০২১
ভূজপুরে গাছে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার প্রতীকী ছবি।

চট্টগ্রাম: ফটিকছড়ির ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়ন থেকে রাজিয়া সুলতানা (৩৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২৭ জুন) সকালে বাগানপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে বাংলানিউজকে জানান ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল্লাহ।

রাজিয়া সুলতানা বাগানবাজার ইউনিয়নের আলমপুর এলাকার মৃত মোফাজ্জল মিয়ার মেয়ে।

ওসি শেখ আবদুল্লাহ বাংলানিউজকে বলেন, বাগানপাড়া থেকে রাজিয়া সুলতানা নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহের সুরতহাল তৈরি করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ২৭, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।