ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাতৃভাষা দিবস উপলক্ষে টিসিজেএ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
মাতৃভাষা দিবস উপলক্ষে টিসিজেএ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা  ...

চট্টগ্রাম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের উদ্যোগে সদস্যের সন্তানদের রচনা ও সুন্দর হাতের লেখা এবং চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি ও এনুমিয়া আয়শা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী ও বিশেষ অতিথি বনজৌর রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

টিসিজেএ সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, প্রতিযোগিতার বিচারক এস এম আজিজুল কদির, প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক এবং টিসিজেএ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ।

এসময় টিসিজেএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান, নির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম, রবিউল হোসেন টিপু ও নুর হাসিব ইফরাজ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।