চট্টগ্রাম: নগরের পতেঙ্গা থানার পূর্ব কাটগড় এলাকার বাসিন্দা মোছাম্মৎ হাছনা বানু ছেলের বিরুদ্ধে দায়ের করা মামলায় ছেলে মো. আবু তাহের আজাদের জামিন নামঞ্জুর করেছে আদালত। বুধবার ( ৩০ জুন) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে জামিন নামঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১৩ জুন আদালতে পতেঙ্গা থানার পূর্ব কাটগড় এলাকার এজাহার ম্যানশনের বাসিন্দা মোছাম্মৎ হাছনা বানু ছেলের মো. আবু তাহের আজাদ বিরুদ্ধে মামলাটি করেন। আদালত তাৎক্ষণিক অভিযোগ আমলে নিয়ে ছেলেকে গ্রেফতারের নির্দেশ দেন।
অভিযুক্তের আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন বাংলানিউজকে বলেন, ছেলের বউ ও ছেলে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। ছেলের বউ মায়ের কাছে ক্ষমা চেয়েছিল। পরে আদালত পর্যন্ত মামলায় গড়িয়েছে। আজ আদালতে শুনানির সময় মায়ের জিম্মায় জামি্নের কথা বলা হয়েছিল। আদালত বলেছেন, মা জিম্মাদার না হওয়ায় মায়ের সঙ্গে লিখিত আপস করতে পারলে আসামির জামিন হবে। আসামিকে মায়ের জিম্মায় জামিন দিতে চেয়েছেন আদালত। এখনো মায়ের সঙ্গে আপস করতে চেষ্টা করছে ছেলের বউ।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুন ৩০, ২০২১
এমএম/টিসি