চট্টগ্রাম: রােটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের বাের্ড মিটিং এবং ২০২১-২২ রােটাবর্ষের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
সম্প্রতি একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ২০২০-২১ রোটাবর্ষের প্রেসিডেন্ট আমজাদ।
কমিটিতে আইপিপি আমজাদ হােসেন, প্রেসিডেন্ট ইলেক্ট আলমগীর পারভেজ, ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন শিকদার, সৈয়দা কামরুন নাহার, জয়েন্ট সেক্রেটারি মাে. আলী, ট্রেজারার মােহাম্মদ ইকরাম পাশা, ডিরেক্টর ক্লাব সার্ভিস মিজানুর রহমান আপন, ডিরেক্টর ভােকেশনাল সার্ভিস লােকমান হােসেন চৌধুরী, ডিরেক্টর কমিউনিটি সার্ভিস নুরুল আবসার, ডিরেক্টর ইয়থ সার্ভিস ড. আয়েশা আফরিন, ডিরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস এসএম জমির উদ্দিন, বুলেটিন এডিটর মাে. আবদুল খালেক, জয়েন্ট বুলেটিন এডিটর তাসিন চৌধুরী, সার্জেন্ট এট আর্মস তৌহিদ উল্লাহ চৌধুরী, সার্জেন্ট এট আর্মস ফিলিপ গােমস, ক্লাব ট্রেইনার সিপি মােহাম্মদ শাহজাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিসি ক্লাব ট্রেইনার এবং লেফট্যান্ট গভর্নর মােহাম্মদ শাহজাহান, ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ চৌধুরী, পিপি শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
বর্তমান কভিড পরিস্থিতি মােকাবিলা করে আরও গতিশীল কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযােগিতা চেযে ২০২১-২০১২ রােটাবর্যের কার্যকরী কমিটিকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট আমজাদ হােসেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
এআর/টিসি