ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জামালখানে খাবার ও চারা বিতরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুলাই ২০, ২০২১
জামালখানে খাবার ও চারা বিতরণ  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: ২১ নম্বর জামালখান ওয়ার্ড এলাকায় নানা শ্রেণির পেশাজীবী মানুষের মাঝে রান্না করা খাবার ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২০ জুলাই) বিকালে জামালখান ডা. আবুল হাশেম চত্বর এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

 

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি বলেন, করোনা দুর্যোগের এই সময়ে জীবন ও জীবিকা বাঁচানোর লক্ষ্যে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এই সময়ে সরকারের হাত শক্তিশালী ও গতিশীল করতে দেশের জনগণের অংশগ্রহণ জরুরি।

এই মানবিক আন্দোলনকে বেগবান করতে সমাজের অগ্রসর অংশকে সকল কিছুর ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে।  

প্রকৌশলী সৈকত দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি সফর আলী, নগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, দক্ষিণ জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, সৈকত খান বক্তব্য দেন।  

এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজিত দাশ, মিথুন মল্লিক, রুবেল আহমেদ বাবু, ফখরুল হাসান ফরহান, হেলাল উদ্দীন, ইকবাল বাহার চৌধুরী, অরুণ রশ্মি দত্ত, রিদোয়ানুল হক, তারণ দাশ, রাশেদ চৌধুরী, শৈবাল দাশ, পৌলম দেব বুবুন, অনিক দে অন্তু, সাগরময় আচার্য, রুবেল দত্ত, সাদমান সাইয়িদ সহ সংশ্লিষ্ট নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  
 
অনুষ্ঠানে অতিথিরা রান্না করা খাবার ও একটি করে গাছের চারা বিতরণ করেন।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২০, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।