চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোজাহেরুল হক চৌধুরী মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন)
সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
মোজাহেরুল হক চৌধুরী ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও হারুয়ালছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
এ রাজনীতিবিদের মৃত্যুতে ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, যুদ্ধকালীন শহর স্বেচ্ছাসেবক বাহিনীর উপ প্রধান শাহ বদিউল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, হারুয়ালছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান সরওয়ার আজম শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
এমএম/টিসি