ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘কোনো বেনিয়া গোষ্ঠীর হাতে সিআরবি তুলে দেওয়া হবে না’ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
‘কোনো বেনিয়া গোষ্ঠীর হাতে সিআরবি তুলে দেওয়া হবে না’  বক্তব্য দেন নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্যসচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল

চট্টগ্রাম: নগরের ফুসফুস খ্যাত একমাত্র মুক্তাঙ্গন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতি এবং মুক্তিযোদ্ধাদের কবরস্থানসহ শিরীষতলা তথা সমগ্র সিআরবি ছিল, আছে এবং থাকবে। কোনো বেনিয়া গোষ্ঠীর হাতে সিআরবি তুলে দেওয়া হবে না।

 

বুধবার (১১ আগস্ট) সিআরবিতে নাগরিক সমাজ, চট্টগ্রাম আয়োজিত অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে বক্তাগণ এ কথা বলেন।

বক্তারা বলেন, সিআরবিতে প্রস্তাবিত হাসপাতালের জায়গাতে রয়েছে মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তান চাকসু জিএস আবদুর রবসহ ১০ জন বীর মুক্তিযোদ্ধা শহীদের কবর।

এসব কবরের ওপর ব্যক্তিমালিকানাধীন মুনাফামুখী হাসপাতাল শুধু নয় যেকোনো স্থাপনাই হবে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। সিআরবি এলাকা হলো চট্টগ্রামের প্রাকৃতিক অক্সিজেন ভূমি বৈচিত্র্য ও প্রাণ বৈচিত্র্যের অন্যতম প্রধান ক্ষেত্র। এতে হাসপাতাল কিংবা অন্য কোনো স্থাপনা করলে এর পরিবেশ প্রকৃতি নষ্ট হবে এবং এর প্রভাব চট্টগ্রাম নগরের ৭০ লাখ মানুষকে ভোগ করতে হবে।  

এ ছাড়াও সিআরবি এলাকা হলো চট্টগ্রামের খেলাধুলা-বিনোদন, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার প্রধান কেন্দ্র। এখানে সারাবছর বর্ষবরণ বর্ষবিদায়সহ বহুবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। হাসপাতাল নির্মাণ হলে এ চর্চা বন্ধ হয়ে যাবে। চট্টগ্রামের সংস্কৃতি চর্চা, খেলাধুলার ক্ষেত্র সংকুচিত হয়ে এর প্রভাব বিশ্বমানের চট্টগ্রাম গড়ার পথ রুদ্ধ করবে।

সিআরবি এলাকাকে সিডিএর ডিটেইলস এরিয়া প্ল্যানে হেরিটেজ জোন ঘোষণা করা হয়েছে। এখানে শতবছরের বেশি বয়সী শত শত বৃক্ষসহ স্থাপনা রয়েছে যা বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস, সংস্কৃতি ও পরিবেশের স্মারক। এখানে হাসপাতাল কিংবা কোনো বাণিজ্যিক স্থাপনা নির্মিত হলে এর স্মারক ধ্বংসপ্রাপ্ত হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, চট্টগ্রামের ফুসফুসকে রক্ষায় চট্টগ্রামবাসীর প্রাণের দাবির যথাযথ মর্যাদা দিয়ে সিআরবি এলাকায় প্রস্তাবিত হাসপাতাল নির্মাণ প্রকল্প অন্যত্র সরিয়ে নিন।  

নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্যসচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. ইদ্রীস আলী, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, নাট্যজন সাইফুল আলম বাবু, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, স্বপন মজুমদার, দেওয়ান মাকসুদ, জাসদ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বাবুল, জাসদ উত্তর জেলা সভাপতি বেলায়েত হোসেন, সাংবাদিক কামাল পারভেজ, যুবনেতা শিবু প্রসাদ চৌধুরী, নগর মহিলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক লায়লা আকতার এটলি, দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবর, পরিবেশবিদ আলিউর রহমান, সংস্কৃতিকর্মী সজল চৌধুরী, ন্যাপ নেতা মিঠুল দাশগুপ্ত, সাবেক ছাত্রনেতা নূরুল আজিম রণি, নগর ছাত্রলীগের সহ সভাপতি জয়নাল আবেদিন জাহেদ, ইয়াসিন আরাফাত কচি, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, মহসীন কলেজ ছাত্রলীগ নেতা মাইমুন উদ্দিন মামুন, আনোয়ার পলাশ, মডেল কলেজের ছাত্র মো. আসিফ, অগ্রণী ব্যাংক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক গাজী জসিম, নৃত্যশিল্পী সংসদ, চট্টগ্রামের সভাপতি শুভ্রা সেনগুপ্তা, গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক শাহ আলম, মাইমুন উদ্দিন মাসুম, আবদুল্লা অলি সাইমুম, জাহিদ হাসান সাইমুম, সৈয়দ হোসেন তুষার,ডা. আরকে দাশ রুবেল, বিজয় ধ্রুব, যুব রেড ক্রিসেন্টের নিজাম উল আলম খান, যুবনেতা হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা হাসান মনসুর, অ্যাডভোকেট রাশেদুল আলম রাশেদ, অ্যাডভোকেট গাজী ইরফান, শ্রমিক লীগের তফাজ্জল হোসেন জিকো, অহিল সিরাজ, টিটু দত্ত, হামিদ উদ্দিন, তাপস দে, সাজ্জাদ হোসেন জাফর, মাহবুবা রহমান, দিলরুবা খানম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তফা কামাল আক্তার, রাহুল দত্ত প্রমুখ।

স্বরচিত গান পরিবেশন করেন সাবেক জাতীয় ক্রীড়াবিদ মো. মনিরুল্লাহ, স্বরচিত কবিতা পাঠ করেন বিভা ইন্দু ও মিনু মিত্র।

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়ন, ইস্টার্ন রিফাইনারি শ্রমিক লীগ, জিপিও কর্মচারী সমিতি, কোতোয়ালী থানা শ্রমিক লীগ, সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন আলোর ঠিকানা, পাঁচলাইশ থানা শ্রমিক লীগ, চান্দগাঁও থানা শ্রমিক লীগ ইত্যাদি সংগঠন।  

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।