ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় ৭৫ পরবর্তী ছাত্রলীগের উদ্যোগে আলোচনাসভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
পটিয়ায় ৭৫ পরবর্তী ছাত্রলীগের উদ্যোগে আলোচনাসভা

চট্টগ্রাম: পটিয়ায় ৭৫ পরবর্তী ছাত্রলীগ বৃহত্তর পটিয়া উপজেলার উদ্যোগে ১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের রায় কার্যকরের দাবিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ আগস্ট) কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলমের নেতৃত্বে এ  আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

তিনি আলোচনাসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামশুদ্দীন আহমেদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  হুমায়ুন কবির রাশেদ, পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক সাহাবুদ্দিন,পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল ইমরান।

সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন ইমরান। আলোচনাসভা সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ কৃষিবিষয়ক সম্পাদক আব্দুল কাদের।

আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ইউনুছ তালুকদার, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পটিয়া উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি সাইফুদ্দিন ভোলা, চট্টগ্রাম সিটি কলেজ সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি জয়নুল আবেদীন ফরহাদ, যুবলীগ নেতা আজিজুল হক মানিক, সাইফুল ইসলাম জুয়েল, তৌহিদুল আলম জুয়েল, আমিনুল ইসলাম, বেলাল, রনি, কামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন মানিক, সাজ্জাদ হোসাইন, সাকিব হোসেন, আদনান আহমেদ রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।