ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে সংক্রমণ কমলেও বাড়ছে মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
চট্টগ্রামে সংক্রমণ কমলেও বাড়ছে মৃত্যু  প্রতীকী ছবি।

চট্টগ্রাম: করোনায় চট্টগ্রামে সংক্রমণের হার কমলেও প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে ৬ জন মহানগর এলাকায় এবং ৪ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা।

সোমবার (৩০ আগস্ট)  সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এদিন চট্টগ্রামে মাত্র ১ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৩ দশমিক ৮১ শতাংশ। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৯৪ জন মহানগর এলাকায় এবং ৫০ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। করোনা সংক্রমণের হার নিম্নগামী হলেও এখনও শঙ্কামুক্ত নয় চট্টগ্রাম।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।