চট্টগ্রাম: নগরের চান্দগাঁও এলাকা থেকে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ২ জনকে চাঁদাবাজির অর্থসহ আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আমিন বাংলানিউজকে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- মো. আজাদ (৩৫) ও মো. আব্দুলমান্নান (৫৫)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আমিন বাংলানিউজকে জানান, চান্দগাঁও এলাকায় কতিপয় চাঁদাবাজ সিএনজি, বাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহনের চালককে ভয় দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করতো।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এমআই/টিসি