ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চাঁদাবাজির অভিযোগে র‌্যাবের হাতে আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
চাঁদাবাজির অভিযোগে র‌্যাবের হাতে আটক ২

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও এলাকা থেকে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ২ জনকে চাঁদাবাজির অর্থসহ আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আমিন বাংলানিউজকে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন-  মো. আজাদ (৩৫) ও মো. আব্দুলমান্নান (৫৫)।  

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আমিন বাংলানিউজকে জানান, চান্দগাঁও এলাকায় কতিপয় চাঁদাবাজ সিএনজি, বাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহনের চালককে ভয় দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করতো।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত এ কাজ করছিল। তাদের তল্লাশী করে নগদ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এমআই/টিসি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।