চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডি পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিবদমান দুই গ্রুপ শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী বগিভিত্তিক গ্রুপ সিএফসি ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী সিক্সটি নাইন।
জানা যায়, সিএফসি কর্মী মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট থেকে জিরো পয়েন্টে এলে সিক্সটি নাইনের বেশ কয়েকজন মিলে তাকে মারধর করে। পরে সিএফসির কর্মীরা আমানত হলে থাকা সিক্সটি নাইনের কর্মীদের মারধর করেন। গুরুতর আহত হওয়ায় সিএফসির একজন এবং সিক্সটি নাইনের ৩ জনকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- সিএফসি গ্রুপের মেহেদী হাসান, রাজনীতি বিজ্ঞান বিভাগ ২০১৯-২০ সেশন। সিক্সটি নাইন গ্রুপের মো. আলী রিমন, তৌফিকুল ফেরদৌস বাঁধন, তসলিম হাসান আশিক ও মো. রুহুল আমিন। চারজনই গণিত বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, দুই গ্রুপের ছেলেদের মধ্যে ঝামেলা হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। আমরা সেখানে গিয়ে তাদের হুঁশিয়ার করেছি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
এর আগে ২৪ আগস্ট দীর্ঘ ১৬ মাস পর ক্যাম্পাস এসে প্রথমবার বিবাদে জড়ায় ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয় ও সিএফসি। এতে ২ জন আহত হন।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১।
এমএ/টিসি