ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ব্যর্থতা ঢাকতেই জিয়াউর রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে সরকার: শামীম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
ব্যর্থতা ঢাকতেই জিয়াউর রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে সরকার: শামীম চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আলোচনা সভা

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় আসার পর থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অংশ ও সরকারের ব্যর্থতা ঢাকতেই জিয়াউর রহমানকে নিয়ে অপপ্রচার চালিয়ে আসছে। তারই অংশ হিসেবে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য দেওয়া বীর উত্তম খেতাব ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালিয়েছে।

কাজীর দেউড়ি জিয়া স্মৃতি জাদুঘরের নাম মুছে ফেলার জন্য উঠেপড়ে লেগেছে তারা।  

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয় মাঠে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রামের মাটি থেকেই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে যুদ্ধে যাওয়ার জন্য উজ্জীবিত করেছেন। আর এ চট্টগ্রামেই শাহাদাৎবরণ করেছেন, সার্কিট হাউসে মিশে আছে শহীদ জিয়ার রক্ত। জিয়াউর রহমানকে নিয়ে কোনো ষড়যন্ত্র হলে এই চট্টগ্রামের মানুষ তা কঠোর হাতে প্রতিহত করবে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাকশালী কায়দার দেশ চালিয়ে, ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করবেন না। তাই আমরা আহবান জানাবো, আসুন প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একদলীয় শাসনের কবল থেকে দেশকে রক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধার করি।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার শুরুতে পুলিশ বিনা কারণে মাইক বন্ধ করে ব্যাটারি নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাহবুবের রহমাম শামীম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপির জন্ম হয়েছে এদেশের মানুষের অধিকার, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল আজ জনপ্রিয়তার দিক দিয়ে সবার উপরে। এই দলের নেতাকর্মীদের কাছে সাধারণ মানুষের অনেক চাওয়া-পাওয়া আছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আসুন আমরা শপথ করি, তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। দুর্বার গণআন্দোলন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই ভোট ডাকাত বাকশালী সরকারকে পরাজিত করে জনগণের বিজয় নিশ্চিত করা হবে ইনশাল্লাহ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সদস্যসচিব মোস্তাক আহমদ খানের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন, আবদুল গাফ্ফার চৌধুরী, এসএম ফোরকান, এসএম মামুন মিয়া, ফৌজুল আমিন, জামাল হোসেন, হুমায়ুন কবির আনছার, লায়ন হেলাল উদ্দীন, ইছহাক চৌধুরী, মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, নুরুল কবির, অ্যাডভোকেট কাশেম চৌধুরী, মোস্তাফিজুর রহমান, বোয়ালখালী পৌরসভার আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী, সদস্য সচিব ইউসুফ চৌধুরী, চন্দনাইশ উপজেলার সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল, কর্ণফুলীর সদস্য সচিব মো. ওসমান, হাছান চেয়ারম্যান, জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল আলম শহিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেএম আব্বাস, ওলামাদলের আহবায়ক মাওলানা ফোরকান, হাফেজ আবদুল করিম, আহমদুর রহমান, সাবেক মহিলা ভাইস চেযারম্যান আফরোজা বেগম জলি প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।