চট্টগ্রাম: রাউজানে ইঞ্জিনিয়ার ফারহান করিম চৌধুরী ও পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের জন্মদিন উপলক্ষে নারী উদ্যোক্তাদের মধ্যে কুটির শিল্পের সামগ্রী বিতরণ করেন ‘সেন্ট্রাল বয়েজ অব রাউজান’।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটা মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সে নারী উদ্যোক্তাদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সিনিয়র সহ-সভাপতি মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম, ৩ নম্বর চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, ৭ নম্বর রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, রাউজান পৌর যুবলীগের সহ-সভাপতি মঈনুদ্দিন মোস্তফা, সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এমএম/টিসি