ঢাকা, সোমবার, ১২ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গান-কবিতা-কথামালায় সিআরবি রক্ষার দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
গান-কবিতা-কথামালায় সিআরবি রক্ষার দাবি সংগীত পরিবেশন করেন শিল্পী আলাউদ্দিন তাহের।

চট্টগ্রাম: সরকারি সম্পত্তি লুটপাট করতেই বেনিয়া গোষ্ঠী সিআরবিতে হাসপাতাল করতে চায় বলে সিআরবি রক্ষার দাবিতে সোচ্চার হয়েছে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার আপামর জনসাধারণ।  

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গান, কবিতা আবৃত্তি, কথামালার মধ্য দিয়ে সিআরবি রক্ষার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সচেতন নাগরিকরা।

 

সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজের সমাবেশে বক্তারা বলেন, একটি লুটেরা বেনিয়া গোষ্ঠী চট্টগ্রামের সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে একটি বেসরকারি হাসপাতাল নির্মাণ করতে পাঁয়তারা চালাচ্ছে। স্থাপনা নির্মাণের নামে সরকারি সম্পত্তি লুটপাট ও বাণিজ্য করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

সিআরবিতে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে চট্টগ্রামের আপামর মানুষ, বিভিন্ন সেবাসংস্থা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুস্থ ধারার প্রগতিশীল ব্যক্তি সবাই। একটি স্বার্থান্বেষী মহল সিআরবিতে স্থাপনা নির্মাণ করতে চাইছে। সিআরবিতে হাসপাতালের নামে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ প্রকল্পের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করছে। সিআরবি’তে যে হাসপাতাল নির্মাণের প্রস্তাবনা হয়েছে, সেটি শুধু ধনীদের স্বার্থরক্ষাকারী। এটি জনস্বার্থ পরিপন্থী প্রকল্প।  

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ১৪ দলীয় জোট নেতা জসিম উদ্দীন বাবুল, নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্যসচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, অধ্যাপক ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবি হোসাইন কবির, সাবেক ছাত্রনেতা শাহাজাহান চৌধুরী, জাসদ নেতা বেলায়েত হোসেন, আবৃত্তিকার রাশেদ হাসান, প্রণব চৌধুরী, বেলায়েত হোসেন, আয়াজ মাহমুদ, হাসিনা আকতার টুনু,বনবিহারী চক্রবর্তী, মাহবুব রহমান, মুশতাক আহমেদ, অ্যাডভোকেট রাশেদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, জেনিফার আলম, কবি মিনু মিত্র, ডা. আরকে দাশ রুবেল, দিলরুবা খানম, আরফাতুল মান্নান ঝিনুক, রতন ঘোষ, মাহমুদুল করিম, কামরুল হুদা পাভেল, চৌধুরী জসিমুল হক, আনোয়ার হোসেন পলাশ, মায়নুর উদ্দিন মামুন, সাজ্জাদ হোসেন জাফর, এমইউ সোহেল, আনিস, সাকিব, মুস্তাফিজ মাহিন প্রমুখ। সঞ্চালনা করেন নগর কৃষক লীগ নেতা হুমায়ুন কবির মাসুদ।  
 
বক্তারা বলেন, হেরিটেজ হিসেবে গেজেটভুক্ত হওয়া সিআরবিতে সাংস্কৃতিক ঐতিহ্য পরিবর্তন করে এ ধরনের স্থাপনা নির্মাণ সংবিধান লঙ্ঘন করার শামিল, যা আইনত দণ্ডণীয়অপরাধ।  

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।