ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় মিললো ৪০ কেজির মৃত ডলফিন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
হালদায় মিললো ৪০ কেজির মৃত ডলফিন 

চট্টগ্রাম: হালদা নদী থেকে প্রায় ৫ ফুট লম্বা ৪০ কেজি ওজনের  আরও একটি ডলফিন উদ্ধার করা  হয়েছে। গবেষকরা বলছেন, এখন পর্যন্ত হালদা থেকে মৃত অবস্থায় ৩০টি ডলফিন উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল দশটার হালদা নদীর মদুনাঘাট বড়ুয়া পাড়া এলাকা থেকে এ ডলফিনটি উদ্ধার করা হয়।  

জানা গেছে, সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হালদায় নিয়মিত টহলে গিয়ে মৃত ডলফিনটি উদ্ধার করে।

পরে রামদাস মুন্সিহাট নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে গেলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, বন বিভাগ এবং আইডিএফের প্রতিনিধির উপস্থিতিতে চবি হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিকে হস্তান্তর করা হয়।  

হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির পরিচালক অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বাংলানিউজকে বলেন, হালদা থেকে উদ্ধার হওয়া ডলফিনটি ল্যাবরেটরিতে নিয়ে আসা হয়েছে। ডলফিনটি পচে যাওয়ায় দেহে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১ 
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।