ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে চবি ছাত্রদল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, জানুয়ারি ১, ২০২২
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে চবি ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: আনন্দ মিছিল, পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা।  

শনিবার (১ জানুয়ারি) সকালে  ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে একটি আনন্দ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা।

 

এসময় নেতাকর্মীরা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে একই স্থানে সমাবেশে অংশ নেন তারা।

 

সমাবেশে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন উর রশিদ মামুন বলেন, ১৯৭৯ সালের আজকের এ দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে এ সংগঠন সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে আসছে। ভবিষ্যতেও ছাত্রদল গণতান্ত্রিক আন্দোলন, জাতীয় দুর্যোগ সহ সাধারণ ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়ে সোচ্চার থাকবে।  


বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।