ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সোমবার শাহ আমানত বিমানবন্দরে চালু হচ্ছে করোনা ল্যাব

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
সোমবার শাহ আমানত বিমানবন্দরে চালু হচ্ছে করোনা ল্যাব

চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামীদের করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। আগামী ৩ জানুয়ারি ল্যাব উদ্বোধনের কথা হচ্ছে।

 

শনিবার (১ জানুয়ারি) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের সম্মেলন কক্ষে আয়োজিত পিসিআর ল্যাব স্থাপন সংক্রান্ত পরিচালনা কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ জানুয়ারি থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকল বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। এ ক্ষেত্রে যাত্রীকে পাসপোর্ট, টিকেট, কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের সনদ এবং ভিসার ফটোকপি থাকতে হবে। যাত্রার নুন্যতম ৬ ঘন্টা পূর্বে যাত্রীকে বিমান বন্দরে উপস্থিত হয়ে ল্যাবে স্যাম্পল প্রদান করতে হবে। কোভিড-১৯ পরীক্ষার জন্য কোনো ‘ফি’ প্রদান করার প্রয়োজন নেই।  

বিমানবন্দরে ৪টি প্রতিষ্ঠান ঢাকার প্রেসক্রিপশন পয়েন্ট, ল্যাব এইড লিমিটেড, কুমিল্লার মর্ডান হসপিটাল প্রাইভেট লিমিটেড, চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রাঃ) লিমিটেড ল্যাব পরিচালনার দায়িত্বে থাকবেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. হাসান শাহরিয়ার কবীর সভাপতিত্বে সভায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খান, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী, চট্টগ্রাম স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. মহসিন, চট্টগ্রাম বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাবেদ, সহকারী বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জয়নাল আবেদীন শরীফ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) সহযোগী অধ্যাপক (মাইক্রোবায়োলজী)  ডা. শাকিল আহমেদ।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।