ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শপথ নিলেন বাজুস চট্টগ্রামের নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, জানুয়ারি ৯, ২০২২
শপথ নিলেন বাজুস চট্টগ্রামের নেতারা ...

চট্টগ্রাম: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চট্টগ্রাম জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে নগরের জিইসির বনজৌর রেস্টুরেন্টে কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নির্বাচন (২০২১-২৩) বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলজার আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন।

বাজুস চট্টগ্রাম জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মৃণাল কান্তি ধরের সভাপতিত্বে বক্তব্য দেন বাজুস চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মানিক, বাজুস চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক প্রণব সাহা। সঞ্চালনা করেন বাজুস চট্টগ্রাম জেলা শাখার হিরন্ময় ধর।

কোরআন তেলাওয়াত করেন হাজি মো. নুরুল হক। গীতার শ্লোক পাঠ করেন দিলীপ কুমার ধর।

>> জুয়েলারি শিল্পে নতুন দিগন্তের সূচনা হবে বাংলাদেশে

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।