ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাংলায় সাইনবোর্ড না লেখায় ২২ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
বাংলায় সাইনবোর্ড না লেখায় ২২ হাজার টাকা জরিমানা ...

চট্টগ্রাম: নাসিরাবাদ সিডিএ অ্যাভিনিউতে চসিকের নির্দেশনা অনুযায়ী ব্যবসায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলায় না লেখায় দ্য সিরিয়াল গ্রিলারকে ৭ হাজার টাকা, ভিআইপি ইলেকট্রনিকসকে ৫ হাজার টাকা, লিগ্যাসি ফার্নিসারকে ২ হাজার টাকা, রাইজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।  

একই অভিযানে পোর্ট কানেকটিং রোডের বড়পোল এলাকার সিঙ্গার প্লাসকে ৩ হাজার টাকা, অনিকর্ন লিমিটেডকে ২ হাজার টাকা, এক্সেস রোডের ব্রাইট স্টার লাইটিংকে ২ হাজার টাকা ও স্টার রেফ্রাইজেশনকে ৫০০ টাকা জরিমানা করা হয় ।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।