ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নগর যুবলীগের সভাপতি-সম্পাদক হতে আগ্রহী ১০৫ জন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, এপ্রিল ৫, ২০২২
নগর যুবলীগের সভাপতি-সম্পাদক হতে আগ্রহী ১০৫ জন ...

চট্টগ্রাম: নগর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ১০৫ জন তাদের জীবনবৃত্তান্ত কেন্দ্রে জমা দিয়েছেন। এছাড়াও চট্টগ্রাম উত্তর জেলায় ২৭ জন এবং দক্ষিণ জেলায় ৪৬ জন জীবনবৃত্তান্ত জমা দেন।

সবমিলিয়ে তিন সাংগঠনিক ইউনিটে সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য জীবনবৃত্তান্ত জমা পড়েছে ১৭৭ টি।

যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম নগরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ১০৫ জন তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

এছাড়াও চট্টগ্রাম উত্তর জেলায় ২৭ জন ও দক্ষিণ জেলায় ৪৬ জন জমা দিয়েছেন। সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা সেগুলো যাচাই বাছাই করে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করবেন।

এর আগে গত ২৬ মার্চ দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ জেলা ও নগর শাখা যুবলীগের কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি-সম্পাদক পদপ্রত্যাশীদের জীবন-বৃত্তান্ত পাঠানোর আহ্বান করেন।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ৫ এপ্রিল, ২০২২
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।