ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গলায় ফাঁস দিয়ে বন্দর শ্রমিকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মে ২৯, ২০২২
গলায় ফাঁস দিয়ে বন্দর শ্রমিকের আত্মহত্যা ...

চট্টগ্রাম: নগরের বন্দর এলাকায় কর্মরত শ্রমিক মো. সোলায়মান (৬৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার বাড়ি পটিয়া উপজেলায়।

রোববার (২৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বন্দর থানাধীন মধ্যম গোসাইলডাঙ্গা ঠাণ্ডা মিয়া মসজিদের পিছনে হাজী মোহাম্মদ আলী কলোনির ৫ নম্বর রুমে তিনি আত্মহত্যা করেন।

 

সোলায়মানের ছেলে মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, শনিবার থেকে বাবার কোনো খোঁজখবর না পাওয়ায় রোববার সকাল ৮টার দিকে তাঁর রুমে গিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই। পরে বন্দর থানায় খবর দিলে এসআই মো. হাসানের সহায়তায় চমেক হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রয়েছে।

পাঁচলাইশ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, বেলা সাড়ে ১২টার দিকে বন্দর এলাকা থেকে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ২৯, ২০২২
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।