ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২১ জনের মরদেহ শনাক্তে ৩৭ জনের ডিএনএ সংগ্রহ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জুন ৬, ২০২২
২১ জনের মরদেহ শনাক্তে ৩৭ জনের ডিএনএ সংগ্রহ  ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণে নিহতদের মরদেহ শনাক্ত করতে ৩৭ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।  

সোমবার (৬ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নমুনা সংগ্রহ শুরু করে সিআইডির ফরেনসিক বিভাগ।

দিনভর নমুনা সংগ্রহ চলে অজ্ঞাত পরিচয়ের ২১ জনের মরদেহ শনাক্ত করতে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বাংলানিউজকে বলেন, নিহত ২১ জনের পরিচয় শনাক্ত করা যায়নি।

তাই তাদের ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট করা হবে। এ পর্যন্ত যাদের স্বজন দুর্ঘটনায় নিখোঁজ রয়েছে বলে দাবি করছে তাদের ৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে সোমবার সকালে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হলে চমেক এলাকা ঘুরে দেখা যায়, বিএম ডিপোতে কর্মরত ব্যক্তির সন্ধানে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন পরিবারের সদস্যরা। সংগ্রহ কার্যক্রম শুরুর আগে থেকেই চমেকের সামনের বুথে ভিড় করছেন তারা। খোঁজ নিয়ে জানা যায়, স্বজনদের মরদেহ নিতে তিন মাসের শিশু সন্তানকে নিয়ে এসেছেন কেউ, কেউ সাত মাসের শিশুকে। আবার কারো বৃদ্ধ বাবা আসলে অন্য কারো শ্বশুর এসেছেন জামাইয়ের মরদেহের খোঁজে।

সিআইডির সদস্যরা বলছেন, বাবা-মা, ভাই-বোন, কিংবা সন্তানদের মধ্যে যেকোনও দুজনের নমুনা নেওয়া হচ্ছে। তবে ডিএনএ রিপোর্ট পেতে এক মাস কিংবা আরও বেশি সময় লাগবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ৬, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।