ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বাস থেকে পড়ে স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জুন ৯, ২০২২
চট্টগ্রামে বাস থেকে পড়ে স্কুলছাত্র নিহত প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের বালুরছড়া নতুন পাড়া ব্রিজের উপরে ৩ নম্বর বাস থেকে পড়ে সিএনজি অটোরিকশা চাপায় স্কুলছাত্র মো. সাইফুল ইসলাম সায়মন (১২) নিহত হয়েছে।  

বৃহস্পতিবার (৯ জুন) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মো. সাইফুল ইসলাম সায়মন রাঙ্গুনিয়া থানার মোহাম্মদপুর এলাকার মো. কুতুবের ছেলে। সে রাঙ্গুনিয়া থানার জাকিয়া একাডেমির ৫ম শ্রেণির ছাত্র।

মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপ সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার।

তিনি বলেন, ৩ নম্বর বাসের দরজায় দাঁড়ানো ছিল সায়মন। টার্নিং নেওয়ার সময় বাস থেকে নিচে পড়ে সায়মন। এরপর সিএনজি অটোরিকশা চাপা দিলে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ০৯, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।