ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অগ্নিকাণ্ডে নিখোঁজ সোবহানের মেয়েকে ছাত্রলীগের শিক্ষাবৃত্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুন ২৩, ২০২২
অগ্নিকাণ্ডে নিখোঁজ সোবহানের মেয়েকে ছাত্রলীগের শিক্ষাবৃত্তি ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ডিপোর আইসিটি সুপারভাইজার বাঁশখালী উপজেলার আবদুস সোবহানের মেয়ে ফাইজাকে ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি উপহার দিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে হাসপতালে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের অফিসে ফাইজার মায়ের হাতে এই নগদ অর্থ হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. আল-আমিন ইসলাম শিমুল, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মিনহাজ আরমান লিখন, চমেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাদী হাসান, ছাত্রলীগ নেতা আসেফ-বিন-তাকী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্র সংসদের এজিএস এমএ কাইয়ুম ইমনসহ চমেক ছাত্রলীগ ও ছাত্রসংসদের নেতৃবৃন্দ।

বিএম ডিপোতে নিখোঁজ বাবা আবদুস সোবহানের সন্ধানে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিতে ৯ মাসের ফাইজাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।

সেই ছোট্ট ফাইজাকে নিজেদের সহায়তা ডেস্ক থেকে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।