ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফেসবুকে কটূক্তির মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ ৪ জনের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
ফেসবুকে কটূক্তির মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ ৪ জনের জামিন প্রতীকী ছবি

চট্টগ্রাম: ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের বিরুদ্ধে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি ও উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৪ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।  

তারা হলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজন বিশ্বাস, সুশীল দে টিটু, সুভাষ মুহুরী ও সদীপ দে।

 

বৃহস্পতিবার (২১ জুলাই) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবিরের আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। এর আগে গত রোববার (১৭ জুলাই) সকালে একই আদালতে হাজির হয়ে ৫ জন জামিন আবেদন করলে উভয়পক্ষের শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

আদালত সূত্রে জানা যায়, সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি ও উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার ঘটনায় ২০২১ সালের ২৩ আগস্ট ইসকনের পক্ষে নন্দনকানন রাধামাধব ও গৌর নিতাই মন্দিরের সাধারণ সম্পাদক তারণ নিত্যানন্দ দাস ব্রহ্মচারী বাদী হয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত মামলা গ্রহণ করে কাউন্টার টেররিজমকে তদন্তের নির্দেশ দেন। মামলাটি তদন্ত শেষে গত ২৫ এপ্রিল আদালতে ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে কাউন্টার টেররিজম। আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।

চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, ইসকনের বিরুদ্ধে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি ও উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ ৫ জনের জামিন আবেদন করা হয়। আদালত  উভয় পক্ষের শুনানি শেষে মামলার ১ নম্বর আসামি প্রবীর কান্তি চৌধুরী ওরফে সঞ্জয় চৌধুরী ছাড়া বাকি ৪ জনের জামিন মঞ্জুর করেন। মামলাটি দুই পক্ষ বসে সমঝোতা করবেন বলে আদালতকে জানিয়েছেন উভয়পক্ষের আইনজীবীরা।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা জুলাই ১৯, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।