ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির ভর্তি পরীক্ষা: ‘ডি’ ইউনিটে সর্বোচ্চ ৮৩ শতাংশ ফেল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
চবির ভর্তি পরীক্ষা: ‘ডি’ ইউনিটে সর্বোচ্চ ৮৩ শতাংশ ফেল ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অন্য তিনটি ইউনিটের তুলনায় সর্বোচ্চ ৮৩ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে।  

শনিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।

পরীক্ষায় ২৮ হাজার ৬৭৮ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ৯২২ জন, যা ১৭ দশমিক ১৬ শতাংশ। ফেল করেছে ২৩ হাজার ৭৫৬ জন, যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৮২ দশমিক ৮৩ শতাংশ।

 

সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ‘ডি’ ইউনিটের জয়েন্ট কো-অর্ডিনেটর অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

এর আগে ২২ আগস্ট ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩৯ হাজার ৩৯২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৯ হাজার ৮২ জন। অনুপস্থিত ছিল ১০ হাজার ৩১০ জন, যা শতকরা ২৬ দশমিক ১৮ শতাংশ।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।