ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদকের কারবার: এক মাসে গ্রেফতার ৮৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
মাদকের কারবার: এক মাসে গ্রেফতার ৮৫ ...

চট্টগ্রাম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো কার্যালয় আগস্ট মাসে অভিযান চালিয়ে ৮৫ জনকে গ্রেফতার ও ৪০ হাজার ৫০৫ পিস ইয়াবা জব্দ করেছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল।

তিনি বলেন, আগস্ট মাসে মোট ৩৫৫টি অভিযান চালিয়ে ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ৮৩টি মামলায় ৪০ হাজার ৫০৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

এ সময় ৫ কেজি ৪৪০ গ্রাম গাঁজা ও ২২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে।

২০২১ সালের জুলাই মাস থেকে ২০২২ সালের জুন মাস পর্যন্ত মোট ৪ হাজার ৭০২টি অভিযান চালিয়ে ১ হাজার ১৪৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। ১ হাজার ৬৯টি মামলায় ৭ লাখ ৯২ হাজার ৫৯২ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় ৮৮ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ৭৫ লিটার চোলাই মদ ও ক্রিস্টাল মেথ ২ গ্রাম উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।