ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশা আরোহীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশা আরোহীর মৃত্যু ...

চট্টগ্রাম: নগরের অক্সিজেন এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশা আরোহী এক যাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে তামান্না বিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কমল কন্ট্রাক্টর (৪৫)। তার বাড়ির ঠিকানা জানা যায়নি।

দুর্ঘটনার পর সকাল পৌনে ১০টার দিকে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন সৌরভ নামের এক ব্যক্তি। তিনি জানান, রিকশায় চড়ে কাজে যাওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন কমল। আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেন। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।