ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

চট্টগ্রাম: ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত নামে ৯ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে । এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

 

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।  

সিভিল সার্জন কার্যালয়ের জেলা কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হসপাতালে নয় মাসের এক শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গত ১৩ অক্টোবর শিশুটি ভর্তি হয়েছিল।  

এদিকে, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৩ জন। এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪৫ জন।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।