ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আরও একদিন বাড়লো পিটুপি বিল্ড এক্সপোর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
আরও একদিন বাড়লো পিটুপি বিল্ড এক্সপোর

চট্টগ্রাম: ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক সাড়া ও আগ্রহে পিটুপি বিল্ড এক্সপোর সময় আরও একদিন বাড়ানো হয়েছে।  

নগরের জিইসি কনভেনশন সেন্টারে চলমান ৪ দিনের বিল্ড এক্সপো রোববার রাতে শেষ হওয়ার কথা থাকলেও এক্সপো চলবে সোমবার (২১ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত।

 

এদিকে বিল্ড এক্সপোতে পিটুপি ব্র্যান্ডের ফার্নিচার, হোম ডেকর, রাইটিং, কার্টেনসহ বিভিন্ন লাইফ স্টাইল সামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা। সেইসঙ্গে সাড়া জাগিয়েছে পিটুপির সহযোগী প্রতিষ্ঠান আবাসন কোম্পানি উইকন প্রপার্টিজের ১২টি নান্দনিক এপার্টমেন্ট প্রকল্প।

 

পিটুপি’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী বাংলানিউজকে জানান, চলমান ৪দিন ব্যাপী বিল্ড এক্সপো  চট্টগ্রামে আশাতীত সাড়া জাগিয়েছে। গ্রাহকদের অকল্পনীয় আগ্রহে এক্সপোর সময় একদিন বাড়ানো হয়েছে।  তাই আগামীকাল সোমবার সারাদিন ক্রেতা-দর্শনার্থীরা বিল্ড এক্সপো থেকে পিটুপির এক্সক্লুসিভ ফার্নিচারসহ লাইফ স্টাইলের বিভিন্ন পণ্যে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধাও থাকছে।  

এছাড়া পিটুপি’র সহযোগী আবাসন কোম্পানি উইকন প্রপার্টিজ তাদের ১২টি অত্যাধুনিক বিলাসবহুল প্রজেক্ট উপস্থাপন করেছে। এখান থেকে ফ্ল্যাট কিনলেই একটি নতুন গাড়ি ফ্রি পাবেন ক্রেতারা। এক্সপোতে প্রবেশ সবার জন্যই উন্মুক্ত।  

চলমান এই এক্সপোতে অংশ নিয়েছে দেশের স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত, ক্রাউন সিমেন্ট, ক্রাউন রেডিমিক্স কনক্রিট, প্রিমিয়ার সিমেন্ট, পিটুপি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন, পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টার, পিটুপি-৩৬০, স্ট্রাইপ, এলিট পেইন্ট, রিম্যাক, পিটুপি ফার্নিচারসহ বিল্ডিং নির্মান ও বিল্ডিং ম্যাটেরিয়াল উৎপাদনকারী ৩০টিরও বেশি প্রতিষ্ঠান। কো-স্পন্সর হিসেবে এক্সপোতে অংশ নিয়েছে সুজান, ক্যাসারিকা ফার্নিশিং, ওপেল ইটালি, আর এম মেটাল, ইনোভেটিভ ডেকর এবং বারকোড রেস্টুরেন্ট গ্রুপ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।