ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিএম প্রার্থী শঙ্কর দত্তের মনোনয়নপত্র দাখিল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪
সিপিএম প্রার্থী শঙ্কর দত্তের মনোনয়নপত্র দাখিল

আগরতলা (ত্রিপুরা) : মঙ্গলবার দুপুরে স্থানীয় সময় সাড়ে এগারটায় মনোনয়নপত্র জমা দিলেন পশ্চিম ত্রিপুরা আসনের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত।

এদিন সকাল দশটা নাগাদ রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে বের হয় সিপিএমের মিছিল।

পুরোভাগে ছিলেন সিপিএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত নিজে। ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর এবং বামফ্রন্টের অন্য নেতৃবৃন্দ।

পশ্চিম ত্রিপুরার লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যোগ দেয় এই মিছিলে। শিমূল-পলাশের লাল বসন্তে এদিন লাল স্রোতে ভাসল রাজধানী আগরতলা। মিছিল ছিল লাল পতাকা, ফ্ল্যাক্স, ব্যানারে ভরা। মিছিল থেকে আওয়াজ ওঠে এবারও পশ্চিম ত্রিপুরা আসন থেকে বাম প্রার্থীকে জয়ী করার।

দুপুর সাড়ে এগারটা নাগাদ পশ্চিম জেলার জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন শঙ্কর প্রসাদ দত্ত।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শঙ্কর প্রসাদ দত্ত। তিনি জানান, জয়ের ব্যাপারে তিনি একশো ভাগ নিশ্চিত। এদিকে সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর জানান, সংসদের ভেতর ত্রিপুরার বাম সংসদ সদস্যরা শ্রমজীবী মানুষের আধিকারের প্রশ্নে আওয়াজ তুলবেন।

সিপিএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের বয়স ৫৮ বছর। বামপন্থী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তিনি রাজনীতিতে আসেন। ছিলেন এস এফ আই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক। পরে বাম যুব আন্দোলনের সঙ্গে যুক্ত হন।

১৯৯৫ সাল থেকে সিপিএমের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত তিনি। এই সংগঠনের রাজ্য সম্পাদক হিসাবে নয় বার নির্বাচিত হয়েছেন তিনি। সিপিএমের রাজ্য কমিটিতে নির্বাচিত হয়েছেন ২০১২ সালে। লোকসভা নির্বাচনে এবারই প্রথম তিনি লড়ছেন।

এরআগে ২০০৮ সালে ত্রিপুরার বড়জলা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ২০১১ সালের বিধানসভা নির্বাচনে আগরতলা আসনে তিনি হেরে যান কংগ্রেসের সুদীপ রায় বর্মণের কাছে। তিনি রাষ্ট্রবিজ্ঞানে এম এ পাশ করেছেন। তাছাড়া আইন পাশও করেছেন তিনি। কিন্তু জীবনে কোনদিন আইনজীবী হিসাবে আদালতে দাঁড়াননি।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।