ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে ভোট শুরু হল আসাম ও ত্রিপুরা দিয়ে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৪
ভারতে ভোট শুরু হল আসাম ও ত্রিপুরা দিয়ে

আগরতলা (ত্রিপুরা): সোমবার সকাল ৭টায় শুরু হয়েছে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের ষোড়শ লোকসভা নির্বাচন৷‌ এদিন ভোট হচ্ছে ত্রিপুরার একটি এবং আসামের পাঁচটি আসনে। প্রথম আড়াই ঘণ্টায় ভোট প্রক্রিয়া চলেছে শান্তিপূর্ণভাবে।



ত্রিপুরার মুখ্য নির্বাচন কর্মকর্তা আশুতোষ জিন্দাল জানিয়েছেন, প্রথম দু ঘণ্টায় রাজ্যের একটি আসনে ভোট হয়েছে প্রায় ২২ শতাংশ।
সোমবার থেকে ভারতে শুরু হওয়া লোকসভা নির্বাচন ৯ দফায় ১২ মে পর্যম্ত চলবে। ‌ সোমবার আসামের ৫টি এবং ত্রিপুরার ১টি আসনে ভোট নেওয়া হচ্ছে। মোট ৮১ কোটি ৪০ লাখ ভোটদাতা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবারের লোকসভা নির্বাচনে৷‌

এর মধ্যে সোমবার প্রথম দফার যে নির্বাচন হচ্ছে তাতে প্রায় ৭৬ লাখ ৮১ হাজার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।   এর মধ্যে আসামের ৫ আসনে ভোটার রয়েছেন  ৬৪ লাখ ৪১ হাজার ৬৩৪ জন। ত্রিপুরায় পশ্চিম আসনে ভোটার ১২ লাখ ৪৬ হাজার ৭৯৪ জন।

ত্রিপুরার পশ্চিম আসন ছাড়াও এদিন ভোট নেয়া হচ্ছে আসামের তেজপুর, কোলিয়াহোর, জোরহাট, ডিব্রুগড় এবং লখিমপুর কেন্দ্রে। এই ছয়টি আসনে‌ প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস, বি জে পি, তৃণমূল কংগ্রেস, অ গ প, আম আদমি পার্টি, এস ইউ সি আই, সি পি এম, ফরওয়ার্ড ব্লক এবং সমাজবাদী পার্টির মোট ৬৪ জন প্রার্থী। ‌ যার মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈইয়ের ছেলে গৌরব গগৈ, কেন্দ্রীয় মন্ত্রী রানি নারা এবং পবনকুমার ঘাটোয়ার। ‌

ত্রিপুরা এবং আসামের ৬টি লোকসভা আসনের  জন্য ভোট নেয়া হচ্ছে মোট ১০ হাজার ১৯৩ টি বুথে। এর মধ্যে ১২২১ টি স্পর্শকাতর বুথ এবং ২৭১০টি ক্রিটিক্যাল বুথ ঘোষণা করা হয়েছে। এই সব বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়ে এবং একজন প্রার্থী এইসব বুথে ৭৫ শতাংশ ভোট পান।

এই বিষয়টি অস্বাভাবিক বলে মনে করছে নির্বাচন কমিশন। যে কারণে এই ২ হাজার ৭১০ টি বুথে বেশি নজরদারি চালানো হচ্ছে। এই ২ হাজার ৭১০টি বুথকে বলা হচ্ছে ক্রিটিক্যাল বুথ।

ত্রিপুরা পশ্চিম কেন্দ্রেও ভোট নেওয়া হবে সোমবার৷‌ এই প্রথম উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সমস্ত ভোটকেন্দ্রকে নন-স্মোকিং এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে৷‌ প্রথম দফার ভোটের জন্য কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে৷‌ বাড়তি নিরাপত্তা বাহিনী সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে গেছে৷‌ দ্বিতীয় দফার ভোট হবে আগামী শনিবার ১২ এপ্রিল৷‌

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।