ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

একই পরিবারে ২ শিশুর মৃত্যু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪
একই পরিবারে ২ শিশুর মৃত্যু

আগরতলা (ত্রিপুরা): ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বৃহস্পতিবার দুপুরে এক সঙ্গে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে।

আগরতলা থেকে প্রায় একশ’ কিলোমিটার দূরে অমরপুর মহকুমার লালগিরি ভিলেজের নতুন বামপুরার বাসিন্দা আবেল জমাতিয়ার।

তার ছেলের নাম ইমানওয়েল। আবেল জমাতিয়ার বোন অরুনার আড়াই বছরের ছেলের নাম  সালেম।

আবেল জমাতিয়ার বাড়ির পাশেই পুকুরের পাড়ে বৃহস্পতিবার দুপুরে খেলছিল দুই শিশু ইমানওয়েল এবং সালেম। কিছুক্ষণ বাদে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর পুকুরের পানিতে ভেসে ওঠে সালেমের লাশ। এরপর পাওয়া যায় ইমানওয়েলের মৃতদেহ।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।