ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চতুর্থ দফায় চার রাজ্যে ভোট শনিবার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪
চতুর্থ দফায় চার রাজ্যে ভোট শনিবার

আগরতলা (ত্রিপুরা): ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট শনিবার। এদিন ত্রিপুরাসহ চার রাজ্যের সাত আসনের ভোটগ্রহণ করা হবে।



সাতটি লোকসভা আসন ছাড়াও শনিবার ভোট হবে সিকিমের ৩২ সদস্য বিশিষ্ট বিধানসভার।

বৃহস্পতিবার বিকেলে শেষ হয়েছে চতুর্থ দফার ভোটের জন্য সব ধরনের প্রচার-প্রচারণা। ‌

শনিবার ভোট হবে ত্রিপুরার এক, আসামের তিন, গোয়ার দুই এবং সিকিমের এক আসনে। একই সঙ্গে সিকিমের ৩২ সদস্যক বিধানসভারও ভোট হবে।

ত্রিপুরায় ভোট হবে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের জন্য।

শনিবার পূর্ব ত্রিপুরা আসনে ভোট নেওয়া শেষ হলে রাজ্যের দু’টি লোকসভা আসনের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে।

গোয়ার দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ জন, মোট ভোটার ১০ লাখ ৬০ হাজার ৭৭৭ জন। সিকিমে মোট ভোটার ৩ লাখ ৭০ হাজার ৭৩১ জন। সিকিমের একটি লোকসভা আসনের জন্য প্রার্থী রয়েছেন ৬ জন।

ত্রিপুরায় মোট ভোটার এগার লাখ ৩৮ হাজার ৭৬৫ জন। ত্রিপুরার একটি আসনে প্রার্থী রয়েছেন ১২ জন। আসামের তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭ জন। মোট ভোটার উনত্রিশ লাখ ২৬ হাজার ৭৬২ জন।

সাত আসনের নির্বাচনে মোট প্রার্থী ৭৪ জন। মোট ভোটার ৫৪ ল‍াখ ৯৭ হাজার ৩৫ জন।

সিকিমের ৩২টি বিধানসভা আসনের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১২১ জন।
 
গোয়ায় ভোট হওয়ার কথা ছিল ১৭ এপ্রিল। কিন্তু সে সময় নতুন বছরের উৎসব থাক‍ায় এগিয়ে এনে তা করা হয়েছে ১২ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।