ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ শুরু বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪
পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ শুরু বৃহস্পতিবার ছবি: সংগৃহীত

কলকাতা: জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনের পঞ্চম দফায় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ পর্ব।

এর আগে দেশটির বিভিন্ন রাজ্যে ভোটগ্রহণ শুরু হলেও এ দিনই রাজ্যের প্রথম পর্বের ভোট অনুষ্ঠিত হবে।


 
প্রথম পর্বে কলকাতার চারটি আসনে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি, আলীপুর দুয়ার এবং কোচবিহার আসন।
 
ভোটের ৪৮ ঘণ্টা আগেই মঙ্গলবার শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। নতুন বছরের উপলক্ষ কাজে লাগিয়ে এ পর্বের নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা বেশ জোরেশোরেই চালিয়েছেন তাদের ভোটাভিযান।

দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোটের মাধ্যমে ভাগ্য নির্ধারিত হবে ভারতের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়ার।
 
ইতোমধ্যেই নির্বাচন কমিশন সকল নির্বাচনী কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দিয়েছে।

এছাড়া, পাহাড়ের দুর্গম অঞ্চলগুলোতে যাওয়ার জন্য নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।