ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে চার জেলায় ভোট চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪
পশ্চিমবঙ্গে চার জেলায় ভোট চলছে

ঢাকা: ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপে পশ্চিমবঙ্গের চারটি আসনসহ ১২১ আসনে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার সকাল থেকে কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও জলপাইগুড়ির চারটি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।



২০০৯ সালের নির্বাচনে এই চারটি আসনের মধ্যে তিনটি ছিল বামফ্রন্ট শরিকদের দখলে। শুধু দার্জিলিং কেন্দ্রটি দখলে ছিল ভারতীয় জনতা পার্টি-বিজেপির।

তবে এবার এ সব আসনে বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

পঞ্চম দফায় পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১২১টি আসনে ভোটগ্রহণ হচ্ছে।

পশ্চিমবঙ্গ ছাড়াও এর মধ্যে রয়েছে, রাজস্থানের ২০টি আসন, জম্মু ও কাশ্মীরে একটি, কর্ণাটকে ২৮টি, মধ্যপ্রদেশে ১০টি, মহারাষ্ট্রে ১৯টি, উত্তর প্রদেশে ১১টি, বিহারে ৭টি, মণিপুরে একটি, ঝাড়খণ্ডে ৬টি, ছত্তিশগড়ে ৩টি এবং উড়িষ্যায় ১১টি কেন্দ্র।

এসব আসনে প্রায় ১৬ কোটি ৬১ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।   

বিশ্বের সবচেয়ে বেশি ভোটারের দেশ ভারতে এবার নয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বাংলদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।