ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাহুল ও চিদাম্বরমকে একহাত নিলেন অমিত মিত্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪
রাহুল ও চিদাম্বরমকে একহাত নিলেন অমিত মিত্র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: রাহুল গান্ধী ও কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে একহাত নিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র।

রোববার কলকাতার তৃণমূল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সরকারের ওই দুই নেতার কঠোর সমালোচনা করে বক্তব্য দেন তিনি।



অমিত মিত্র বলেন, ১২শ’ কোটি টাকার সারদা কেলেঙ্কারি হয়েছে। আর মাত্র ২৬ দিন কেন্দ্রে মন্ত্রী আছেন পি চিদাম্বরম। আর সে সুযোগকেই কাজে লাগিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) দিয়ে তদন্ত করিয়ে রাজ্য সরকারের সুনামের প্রতি অবিচার করেছেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, অর্থমন্ত্রী পি চিদাম্বরমের স্ত্রী নলিনী চিদাম্বরমকে সারদা গোষ্ঠী ১ কোটি টাকা দিয়েছিল। তবে কি অজানা কারণে এর কোনো সুষ্ঠু তদন্ত করছে না ইডি।

নলিনী পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী আর তার স্বামী কেন্দ্রীয় সরকারের মন্ত্রী বলেই কি ইডি এমন নিশ্চুপ কিনা তিনি এ ব্যাপারে প্রশ্ন তোলেন ।  

সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র রাহুল গান্ধীকে ‘অপরিণত’ বলে মন্তব্য করেন ।

তিনি বলেন, রাহুল গান্ধী হয়তো জানেন না, সারদা গোষ্ঠীর প্রধানকে গ্রেফতার করেছে রাজ্য সরকার। ঘটনার সঙ্গে যুক্ত থাকার জন্য গ্রফতার হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাবেক সাংসদ কুনাল ঘোষ।

দুই দিন আগে রাজ্যে ইডি গ্রেফতার করে সারদা মালিক সুদীপ্ত সেনের স্ত্রী এবং পুত্রকে।

খবরে প্রকাশ, কয়েকজন তৃণমূল নেতা, মন্ত্রী এবং লোকসভার প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করতে পারে ‘ইডি’। ‘ইডি’ –এর পক্ষ থেকে অভিযোগ করা হয় রাজ্য সরকার ইডিকে সহায়তা করছে না।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।