ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইসিতে অভিযোগ পশ্চিমবঙ্গ কংগ্রেস, সিপিএম, বিজেপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪
ইসিতে অভিযোগ পশ্চিমবঙ্গ কংগ্রেস, সিপিএম, বিজেপির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: চলমান নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে নির্বাচন কমিশন (ইসি) বরাবর পৃথক পৃথক নালিশ জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপি এবং এসইউসিআই।

সোমবার বিকেলে ইসির দায়িত্বপ্রাপ্ত বিশেষ পরিদর্শক সুধীর কুমার রাকেশের সঙ্গে দেখা করে এ নালিশ জানান তারা।



রাকেশের সঙ্গে দেখা করে এসে কংগ্রেস নেতা নির্বেদ রায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর (মমতা ব্যানার্জি) ভাষণ উস্কানি মূলক পর্যায়ে চলে যাচ্ছে। এর কারণে খুন হতে হচ্ছে বিরোধী দলের কর্মীদের। নির্বাচন কমিশনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সোমবার দুপুরে বোমা বানাতে গিয়ে বীরভূমের কুসুমগড়িয়া গ্রামে দুই তৃণমূল কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ প্রসঙ্গে নির্বেদ রায় বলেন, সরকারিভাবে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তাদের কাছে খবর রয়েছে, বোমা বানাতে গিয়ে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।
 
তিনি বলেন, কংগ্রেসের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনকে কঠোর হতে অনুরোধ জানানো হয়েছে।

কংগ্রেস নেতা নির্বেদ রায় বলেন, ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দফার নির্বাচনে কিছু সমস্যা হলেও আগামী দফাগুলোতে তারা সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনা করতে বদ্ধপরিকর।

অপরদিকে ইসির সঙ্গে বৈঠক করে সিপিএম নেতা রবীন দেব বলেন, মুখ্যমন্ত্রীর ভাষণ উস্কানি মূলক পর্যায়ে চলে যাচ্ছে। এর ফলে বাম সমর্থকদের ওপর হামলা হচ্ছে। খুন হয়েছেন দুই বামফ্রন্ট সমর্থক।

তিনি আরও বলেন, বীরভূমে বোমা বানাতে গিয়ে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।

তিনি বলেন, তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে নির্বাচনকে অশান্ত করতে এই ধরনের সন্ত্রাসের পরিকল্পনা করা হচ্ছে।  

এছাড়া, অবাঙালি ভোটারদের নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিজেপি।

চলমান লোকসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে বিশেষ পর্যবেক্ষক পাঠিয়েছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ০৬৩৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।