ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইন্টারনেটে সরাসরি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনের ছবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪
ইন্টারনেটে সরাসরি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনের ছবি

কলকাতা: পশ্চিমবঙ্গের তৃতীয় দফার নির্বাচন ইন্টারনেটের মাধ্যমে সরাসরি দেখা যাবে। দেখা যাবে বুথের ভেতরের ছবি, ভোটদান প্রক্রিয়া।

এই ব্যবস্থা করেছে ভারতের নির্বাচন কমিশন। একই সঙ্গে ছবি দেখে নজরদারিও করবে তারা।

বিগত দুই দফার নির্বাচনে বুথে লাগানো গোপন ক্যমেরার সাহায্যে ভোট প্রক্রিয়ার উপর কলকাতার নির্বাচন কমিশন দপ্তরে বসে নজরদারি করেছিলেন কমিশনের কর্মচারীরা। সঙ্গে বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছিলো ক্যামেরা লাগানো গাড়ি। সেই গাড়ির ক্যামেরা এবং গুগল ম্যাপকে কাজে লাগিয়ে নির্বাচনী ক্ষেত্রের বিভিন্ন অঞ্চলে গত দুই দফার মত এই দফাতেও নজরদারি চালানো হবে।

কমিশন সূত্রে জানা গেছে হুগলি ও বীরভূম জেলার ৩শ’ বুথ থেকে এবং বর্ধমান জেলার ১শ’২০টি বুথ সহ মোট ১৫শ’ বুথ থেকে সরাসরি ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে এই ছবি দেখতে পারবেন সাধারণ মানুষ। আপাতত উত্তেজনাপ্রবণ বুথগুলোতেই এই ব্যবস্থা করা হয়েছে।

ইন্টারনেটে eci.nic.in সাইটে গিয়ে ‘লাইভ ওয়েব কাস্টিং’ লিঙ্ক-এ ক্লিক করতে হবে। অথবা ceowestbengal.nic.in সাইটে গিয়ে ‘ওয়েব কাস্টিং ফর পার্লামেন্ট ইলেকশন ২০১৪” –এর লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর জেলা ভিত্তিক বুথের নাম দিলেই কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠবে সরাসরি ছবি।

ইতোমধ্যেই চালু হয়ে গেছে ভোটগ্রহণ। হাওড়া, শ্রীরামপুর, উলুবেড়িয়া,দুর্গাপুর,বর্ধমান-পূর্ব, আরামবাগ, হুগলী, বোলপুর, বীরভূম লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে।

বেশ কিছু অভিযোগও আসতে শুরু করেছে বিরোধী দলগুলোর তরফ থেকে। অনেক জায়গাতেই বুথ দখল এবং বিরোধী দলের নির্বাচনী এজেন্টদের মারধরের অভিযোগ আসছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে দুই ঘণ্টা অতিক্রম হবার পর পশ্চিমবঙ্গের সবকটি কেন্দ্রে ভোটের হার ২০-২৭ শতাংশের কাছাকাছি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।