ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা কেলেঙ্কারি

প্রতিবাদে রেল অবরোধে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মে ২, ২০১৪
প্রতিবাদে রেল অবরোধে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ ছবি: ফাইল ফটো

কলকাতা: সারদা কেলেঙ্কারিসহ বিভিন্ন ‘পঞ্জি স্কিম’ নিয়ে আমানতদারীদের রেল অবরোধের  ফলে বিপর্যস্ত গোটা পশ্চিমবঙ্গের রেল সেবা। শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রেল অবরোধ শুরু হয়েছে।



রেল অবরোধের ফলে যেমন একদিকে ব্যাহত হয়েছে শহর এবং শহরতলির রেল পরিসেবা অন্যদিকে বেশ কিছু দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে আছে বলে জানা গেছে।

বিভিন্ন স্টেশনে প্রশাসন এবং পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। অনেক জায়গায় পুলিশ অবরোধকারীদের হটিয়ে রেল চলাচলকে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ২ মে, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।