ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদীর যুক্তরাষ্ট্র ভিসা নিয়ে জল্পনা তুঙ্গে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মে ১৫, ২০১৪
মোদীর যুক্তরাষ্ট্র ভিসা নিয়ে জল্পনা তুঙ্গে নরেন্দ্র মোদী

কলকাতা: গুজরাট দাঙ্গার পর ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র নরেন্দ্র মোদীর ভিসা নিষিদ্ধ করেছিল। গত ফেব্রুয়ারিতে নিষেধাজ্ঞা তুলে নেয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

কিন্তু সে পথে যায়নি যুক্তরাষ্ট্র। এখনও মোদীর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে দেশটি।

ইতোমধ্যে লোকসভা নির্বাচনে যেই জিতুক নতুন সরকারের সঙ্গে কাজ করার কথা জানিয়ে দিয়েছে ওবামা প্রশাসন। এখনও নিষেধাজ্ঞা না তোলার ফলে আলোচনা শুরু হয়েছে ভারতের রাজনৈতিক মহলে।

যদিও অনেকে মনে করছেন ফল প্রকাশের পর মোদী ক্ষমতায় আসলে এই নিষেধাজ্ঞা শিথিল করবে আমেরিকা প্রশাসন।

ভোটের আগেই নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতিনিধিরা।

সাধারণত যেকোনো রাষ্ট্রপ্রধানরা যুক্তরাষ্ট্র এ-১ ভিসা পেয়ে থাকেন। এখন দেখার বিষয় মোদীকে এ-১ ভিসা প্রদানের মত বিরল কাজ যুক্তরাষ্ট্র প্রশাসন করে কিনা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১৫ মে , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।