ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্য কংগ্রেস কমিটি বিলুপ্ত

কো-অর্ডিনেশন এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মে ২১, ২০১৪
রাজ্য কংগ্রেস কমিটি বিলুপ্ত কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী

ঢাকা: ভারতে সদ্য সমাপ্ত ষষ্ঠদশ লোকসভা ভোটে চরম পরাজয়ের পর এবার দল চাঙ্গা করতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সব কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।



দলের লক্ষ্য রাজ্য কংগ্রেসের সব কমিটি একেবারে তৃণমূল স্তর থেকে রাজ্যের শীর্ষ স্তর পর্যন্ত আর কোনও কমিটি থাকবে না। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নিজেই নতুন কমিটি গঠন করবেন।

এদিকে যতদিন পর্যন্ত নতুন কমিটি তৈরি না হচ্ছে, ততদিন প্রতিটি জেলার দায়িত্ব দেওয়া হচ্ছে একজনকে। তিনিই ওই সময়ে গুরুত্বপূর্ণ যাবতীয় সিদ্ধান্ত নেবেন।

কমিটি ভেঙ্গে দেওয়া নিয়ে প্রদেশ কংগ্রেসের ব্যাখা-  সামনেই কলকাতা কর্পোরেশনসহ রাজ্যের বিভিন্ন পৌরবোর্ডের নির্বাচন। ২০১৬ আবার বিধানসভা নির্বাচন। এজন্যই সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী প্রদেশ কংগ্রেস।

এ লক্ষ্যকে সামনে রেখেই ভেঙ্গে দেওয়া হল কংগ্রসের সবক’টি কমিটি। অধীর চৌধুরীর ঘনিষ্ঠমহল সূত্রে খবর- প্রদেশ কংগ্রেস সভাপতিও চাইছেন দলকে গতিশীল করতে নতুন প্রজন্মের নেতাদের দিয়ে কমিটি গঠন করা।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মে ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।