ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কাঞ্চনজঙ্ঘায় নিখোঁজ এভারেস্ট জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মে ২১, ২০১৪
কাঞ্চনজঙ্ঘায় নিখোঁজ এভারেস্ট জয়ী এভারেস্ট জয়ী ‘শিখর কন্যা’ ছন্দা গায়েন

কলকাতা: কাঞ্চনজঙ্ঘার পশ্চিম চূঁড়া জয় করতে গিয়ে নিখোঁজ হলেন এভারেস্ট জয়ী ‘শিখর কন্যা’ ছন্দা গায়েন। তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা অসামরিক এভারেস্ট জয়ী।



ছন্দার সঙ্গে থাকা দুই শেরপাও নিখোঁজ বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, তারা তুষার ঝড়ের কবলে পড়েছেন।

সোমবার থেকে ছন্দার কোনো খোঁজ-খবর পাওয়া যাচ্ছে না বলে তার পরিবারের তরফে জানানো হয়েছে।

রাজ্য সরকারের তরফে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

একটি সূত্র জানিয়েছে, প্রশাসনিক ভবন নবান্নে মন্ত্রীসভার বৈঠক চলাকালীন এই খবর এসে পৌঁছলে মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে উদ্ধারের ব্যাপারে জরুরি ভিত্তিতে যোগাযোগ শুরু করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ অভিযাত্রী ছন্দা গায়েনকে খুঁজতে চারজন শেরপার একটি  দল পর্বতের চূঁড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মে ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।